মনিরামপুর সমিতি ঢাকা উপজেলার কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্যেগ গ্রহণ করেছে। শিক্ষা বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিম্নোক্ত শর্তাবলী মেনে ৩১ মার্চ ২০২৪ এর মধ্যে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে:
বৃত্তির জন্য আবেদনকারীর যোগ্যতা:
- আগ্রহী সকল শিক্ষার্থীকে অনলাইনে নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ২০২১ সালে এসএসসি ও ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় জিপিএ ৫ (A+) প্রাপ্ত হতে হবে।
- যে সকল শিক্ষার্থী ২০২১ সালে এসএসসি ও ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোন সরকারি বিশ্ববিদ্যালয় / সরকারি মেডিকেল কলেজ কিংবা কোন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে তারাও বৃত্তির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে জিপিএ প্রাপ্তির পূর্বের শর্ত শিথিলযোগ্য।
- ২০২৪ সালে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় / মেডিকেল ভর্তিতে যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে।
- আবেদনকারীদের আবেদন যাচাই বাছাই করে বৃত্তি প্রদান কমিটি বাজেট সংকুলান সাপেক্ষ বাছাইকৃত শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করবেন।
- মনিরামপুরের যে সকল কৃতি সন্তান তাদের নামে বা তাদের পিতা মাতার নামে বৃত্তি প্রদান করতে আগ্রহী, সে সকল সম্মানিত সদস্যদের নামে পৃথক পৃথকভাবে মেধাবৃত্তি ঘোষণা করে প্রদান করা হবে।
- বৃত্তি প্রদান অনুষ্ঠানের অনুষ্ঠানসূচী ও অন্যান্য কার্যক্রম এ ওয়েবসাইটে এবং আবেদনকারীর প্রদত্ত ইমেইলে/হোয়াটসঅ্যাপে জানানো হবে।
আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন:
শিক্ষা বৃত্তির আবেদন ফরম
যে কোন তথ্যের জন্য যোগাযোগ : ড. মো: মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, ফোন: ০১৯৭১-০২০২৬৬
